বইঘর ডট ইন-এর গিফট কার্ড একটি ডিজিট্যাল গিফটিং পরিষেবা। যে কেউ পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ভারতবর্ষে থাকা কোন বন্ধু, প্রিয়জনকে এই ই-গিফট কার্ড পাঠাতে পারেন তাঁদের পছন্দমত বই কেনার জন্য।
ই-গিফট কার্ড পাঠানোর জন্য প্রথমে বইঘর ডট ইন-এর গিফট কার্ড পেজে যান ক্লিক করুন এই লিঙ্কে
এরপর নিচে দেওয়া ছবিতে দেখানো ড্রপলিস্ট থেকে আপনার পছন্দ মত Amount select করুন।
Amount select করলেই নিচের ছবিতে দেখানো বক্স গুলি activate হবে। এই বক্সগুলির To বক্সে যাকে গিফট কার্ডটি পাঠাতে চান তার ইমেল আইডি লিখুন। From বক্সে আপনার নাম লিখুন ও Message বক্সে আপনি কোন ব্যক্তিগত উপহারের মেসেজ লেখার থাকলে সেটি লিখুন। এগুলি লেখা হয়ে গেলে Add To Cart-এ ক্লিক করে স্বাভাবিক পদ্ধতিতে Checkout করুন।
তাহলেই প্রাপকের ইমেল আইডিতে একটি স্বয়ংক্রিয় ও মৌলিক গিফট কোড চলে যাবে। যেটি ব্যবহার করে প্রাপক যখন খুশি Boighar.in-এর ওয়েবসাইট থেকে তার পছন্দমত বই, পত্র-পত্রিকা কিনে নিতে পারবে। এই গিফট কুপন আজীবন বৈধ, কুপনের মোট রাশি ফুরিয়ে যাওয়া না অবধি।
এই সংক্রান্ত আর কোন জিজ্ঞাস্য থাকলে আমাদের Whatsapp করুন 7980991691-এই নম্বরে।