এই বিষয়ে জানতে অনুগ্রহ করে Publisher Reigstration Form টি ফিল করুন অথবা 7980991691 নম্বরে Whatsapp মেসেজ করে জিজ্ঞাসা করুন। 


যারা আমাদের Warehouse-এ তাদের বই স্টক রাখতে চান সেক্ষেত্রে কোন বই ১ মাসের বেশি সম্পূর্ণ অবিক্রিত থাকলে তা রিটার্ন করে নেওয়া আবশ্যিক। সম্পূর্ণ অবিক্রিত বই ২ মাসের বেশি সময়ে আমাদের কাছে রাখতে হলে ষ্টোরেজ চার্জ প্রযোজ্য। প্রতি বই মাসিক ১ টাকা হিসেবে। বই নিয়মিত বিক্রি হতে থাকলে কোন ষ্টোরেজ চার্জ প্রযোজ্য হবে না।