বইঘর ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করা যায়। এর জন্য অর্ডার করার সময় Courier অপশনটি সিলেক্ট করুন তাহলেই নিচে COD অপশনটি সক্রিয় হবে। 



ক্যাশ অন ডেলিভারি অর্ডারে শিপিং চার্জের সাথে অতিরিক্ত ক্যাশ অন ডেলিভারি চার্জ ধার্য্য হয়। ক্যুরিয়ার কোম্পানি ক্যাশ কালেকশন ও ক্যাশ ডিসবার্সমেন্টের জন্য এই চার্জ ধার্য্য করে। তাই এই চার্জ গ্রহণ করা হয়।


দক্ষিণ কলকাতায় আমাদের নিজস্ব ডেলিভারি টিম থাকার জন্য বর্তমানে দক্ষিণ কলকাতার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত কোন চার্জ ধার্য্য হয় না। 


ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার পর প্রত্যেক ক্রেতা বন্ধুকে Whatsapp মেসেজ মারফৎ মেসেজ করে অর্ডারগুলির কনফার্মেশন নেওয়া হয়। ক্রেতা বন্ধুর থেকে Whatsapp মেসেজে লিখিত অর্ডার কনফার্মেশন মেসেজ না পেলে সেই ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করা হয় না ও শিপমেন্ট হোল্ডে থাকে।


কনফার্ম করা ক্যাশ অন ডেলিভারি অর্ডার ক্রেতা বন্ধু ডেলিভারির সময় নিতে অনিচ্ছুক হলে সেই ক্রেতা বন্ধুর অ্যাকাউন্টটি আজীবন বইঘর ডট ইন-এ ক্যাশ অন ডেলিভারি অর্ডার থেকে ব্লক করে দেওয়া হয়। 


ক্যাশ অন ডেলিভারির অতিরিক্ত চার্জ বাদ দিতে আমরা সর্বদাই অনলাইন পেমেন্টকে অগ্রাধিকার দিয়ে থাকি। এটি সম্পূর্ন সুরক্ষিত এবং আপনার কাছে সাশ্রয়ী একটি উপায়। 


বি: দ্র: - প্রি-বুকিং বইয়ের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সুবিধা প্রযোজ্য নয়।


ক্যাশ অন ডেলিভারির অতিরিক্ত চার্জ সাশ্রয় করতে ডেলিভারি নেওয়ার পরও সরাসরি আমাদের অনলাইনে পেমেন্ট করতে পারেন Gpay / PhonePe / PayTM-এর মত যেকোন UPI App মাধ্যমে। এই সুবিধা কেবলমাত্র আমাদের থেকে একাধিকবার অর্ডার করেছেন এমন বিশস্ত ক্রেতা বন্ধুদের জন্যই নতুন ক্রেতা বন্ধুরা এই সুবিধা পেতে আমাদের সাথে Whatsapp মেসেজ করুন 7980991691 নম্বরে।