১. আপনাদের যদি কলেজ স্ট্রিটে কোনো কাউন্টার থাকে ও সেখানে নিয়মিত বইয়ের সরবরাহ থাকে তাহলে আমরা আলাদা করে বই আমাদের Ware-house-এ স্টক করি না। এক্ষেত্রে অর্ডার মাফিক আমাদের প্রতিনিধি আপনার কলেজ স্ট্রিটের ঠিকানা থেকে পেমেন্ট করে বই পিক আপ করে নেবে অথবা আমাদের কলেজ স্ট্রিট কাউন্টারে বই দিয়ে পেমেন্ট নিয়ে যেতে হবে।
২. যদি আপনাদের কলেজস্ট্রিট কাউন্টার না থাকে সেক্ষেত্রে আমাদের Ware-house এ স্টক পাঠানো বাধ্যতামূলক। স্টক দেওয়ার জন্য আমাদের কলেজস্ট্রিট কাউন্টারে
a. সোম থেকে শনি বেলা ১টা থেকে ৫টার মধ্যে স্টক জমা করুন চালানের বিনিময়ে। কলেজ স্ট্রিট কাউন্টার যোগাযোগ - প্রসেনজিৎ দত্ত = 7044213085
b. এছাড়া আমাদের টালিগঞ্জ Office / Ware-house এ স্টক দিতে পারেন সোম থেকে শুক্র (দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে)।
Boighar Dot In
38 Golf Club Road
Film Services
Kolkata 700033
Opposite Tollygunj Metro Station
Behind Bangur Superspeciality Hospital
c. অথবা ক্যুরিয়ার বা পোষ্টেও আমাদের টালিগঞ্জের ঠিকানায় বই / পত্র-পত্রিকার স্টক পাঠাতে পারেন। সেক্ষেত্রে সঠিক ভাবে প্যাকিং বাঞ্ছনীয়। ট্রান্সপোর্টে বই / পত্র-পত্রিকা ড্যামেজ হলে তা বিক্রয়যোগ্য থাকবে না।
কলেজ স্ট্রিটে নেই এমন প্রকাশনা-র ক্ষেত্রে অন্য জায়গা থেকে বইয়ের স্টক নিয়ে আসার কোনো ব্যবস্থা আমাদের নেই। উভয় ক্ষেত্রেই প্রকাশক-কে স্টক আমাদের কলেজ স্ট্রিট কাউন্টারে অথবা টালিগঞ্জ অফিসে বই নিজেকে পাঠাতে হবে।